Affiliate
Affiliate Marketing
আমাদের সাইটের মার্কেটিং এর কাজ করে ঘরে বসে কিছু টাকা আয় করে নিন। হয়ে যান PTJnetwork এর মার্কেটিং ম্যানেজার। আমরা নতুন যাত্রা শুরু করেছি। আপনাদের সহযোগীতার সাথে এগিয়ে যেতে চাই। আমাদের পাশে থেকে আপনার মূল্যবান মতামত দিন।
কিভাবে শুরু করবেন?
* প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে ক্লিক করুন Registration অথবা আমাদের হোম পেইজ থেকে Registration এ ক্লিক করুন।
আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে Submit Form এ ক্লিক করুন। রেফার কোড অপশনে আপাতত কিছু লিখতে হবে না।
* সঠিক ভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি একটি লিঙ্ক পাবেন, সাথে একটি রেফার কোড থাকবে।
* আপনার কাজ হল, আপনি আমাদের সাইটের গ্রাহক বাড়াবেন। আপনাকে দেওয়া লিঙ্ক ও রেফার কোড আপনার বন্ধু-বান্ধবদের কাছে ছড়িয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। সবাইকে বলুন রেজিস্ট্রেশন করার জন্য। এবং রেফার কোড অপশনে আপনাকে ম্যাসেজে দেওয়া কোডটি দিতে বলবেন।
* সফল ১০টি রেজিস্ট্রেশনে আপনাকে ফ্লেক্সিলোড দেওয়া হবে।
* আপনার কাজের গতি ভাল হলে, আপনাকে আরও বিভিন্ন ধরণের কাজ দেওয়া হবে।
আপনাদের জন্য সহজ কাজ, তেমন কষ্ট নেই। শুধু রেজিস্ট্রেশন করে লিঙ্ক শেয়ার করবেন।
যেকোন প্রয়োজনে আমাদের মেইল করুন ptjnetwork@gmail.com
No comments