Whatsapp আপডেট ভারশনে ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম চালু হয়েছে
কিভাবে ওয়াটসঅ্যাপে ফিঙ্গার লক করবেন?
যোগাযোগের মাধ্যম হিসেবে, স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল অ্যাপ হল Whatsapp. এই অ্যাপটি সবারই কাছে জনপ্রিয়। স্মার্টফোন ব্যবহারকারী অধিকাংশ ব্যাক্তির ফোনেই এই অ্যাপটি রয়েছে। এই অ্যাপটির এত জনপ্রিয়তার কারণ হচ্ছে - এর মাধ্যমে অডিও - ভিডিও কল করা যায়, গান, ছবি, ভয়েস সহ কন্টাক্ট নাম্বার, লোকেশন শেয়ার করা যায়। চ্যাটের জন্যও এই অ্যাপটি অনেক বিখ্যাত। প্রতিনিয়তই অ্যাপটিতে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। এবারের নতুন ফিচার হল Fingerprint Lock. আজকের পোস্টে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে।
Whatsapp Fingerprint Lock চালু করবেন যেভাবেঃ
Whatsapp আপডেট ভারসন ডাউনলোড করুন। তারপর ওপেন করে Setting এ যান।
Setting থেকে Account এ যান।
তারপর Privacy তে গিয়ে একদম নিচে দেখুন Fingerprint Lock নামে একটি অপশন আছে।
Fingerprint Lock ওপেন করে, সবার প্রথম অপশনটি Unlock With Fingerprint অন করে দিন। লক হয়ে যাবে আপনার WhatsApp.
Example: Whatsapp-Setting-Account-Privacy-Fingerprint Lock
নিচের পোস্টগুলো দেখতে পারেনঃ
No comments